বাজারে আসছে Google Pixel 5
Google বাজারে নিয়ে আসছে Pixel 5 । গত কয়েক বছর তারা যে সমস্ত ভুল করেছে তা সমাধান করতে চাইছে Google । বিশেষ করে গত বছর Pixel 4 ক্রেতাদের মাঝে বিশেষ সাড়া ফেলতে পারেনি । ফোনটির ক্যামেরাটিতে Ultra Wide Angle Lens তেমন ভালো ছিল না । ক্যামেরাটি 4k 60fps ভিডিও রেকর্ড করতে পারত না । তাছাড়া, Pixel 4 এর ব্যাটারি পারফরমেন্সে ও তেমন ভালো ছিল না । যদিও ফোনটির Hardware ছিল 2019 এর Top Of The Line ।

Google বাজারে নিয়ে আসছে Pixel 5 । গত কয়েক বছর তারা যে সমস্ত ভুল করেছে তা সমাধান করতে চাইছে Google । বিশেষ করে গত বছর Pixel 4 ক্রেতাদের মাঝে বিশেষ সাড়া ফেলতে পারেনি । ফোনটির ক্যামেরাটিতে Ultra Wide Angle Lens তেমন ভালো ছিল না । ক্যামেরাটি 4k 60fps ভিডিও রেকর্ড করতে পারত না । তাছাড়া, Pixel 4 এর ব্যাটারি পারফরমেন্সে ও তেমন ভালো ছিল না । যদিও ফোনটির Hardware ছিল 2019 এর Top Of The Line ।
যাই হোক গুগল তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া শুরু করেছে । তাই ২০২০ সালে Google বাজারে নিয়ে আসছে Pixel 5 । কয়েক মাসের মধ্যে ফোনটি Oficial Launch হবে, কিন্তু এখন থেকে Pixel 5 এর leaks ছবি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে । leaks ছবিতে দেখা যাচ্ছে Pixel 5 এর পিছনের ক্যামেরাগুলির একদম নতুন চেহারা পেয়েছে, অনেকটা বাথটব এর মত দেখতে । Google Pixel 5 এর চেহারাটা অন্য Pixel ফোনের চেয়ে অনেকটা আলাদা দেখাচ্ছে কারণ Google প্রথমবারের মত ট্রিপল ক্যামেরা নিয়ে আসছে ফোনটিতে ।
ফোনটিতে থাকবে ফুল ক্যামেরা সেটআপ, যেটি হবে Ultra Wide, Zoom and Depth Sensor, সাথে থাকবে Laser Autofocus ।
যদিও Google Pixel কে ফটোগ্রাফির দিক থেকে বেস্ট ফোন হিসেবে বিবেচনা করা হয়, ফটোগ্রাফির তুলনায় ফোনটির ভিডিও রেকর্ডিং কোয়ালিটি ততটাও ভালো না । Google আগের মডেলের সেই সমস্যাগুলো সমাধান করে ক্রেতাদের মাঝে নিয়ে আসছে Pixel 5 । অনলাইনে প্রকাশ হওয়া বিভিন্ন ছবির তথ্যমতে, Pixel 5 ফোনে এবার ও থাকছে না Punch Hole Design, Pixel এর আগের মডেলের মত ফোনটিতে এবারও থাকবে পুরাতন ডিজাইন।
যদিও Pixel 5 এর leaks ছবিটির ডিজাইন দেখে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যাচ্ছেনা এর ফাইনাল ডিজাইন কেমন হবে, তারপরও আমরা অনলাইনে প্রকাশ হওয়া বিভিন্ন leaks ছবির তথ্য যাচাই করি এবং আপনাদের আপনাদের মাঝে তুলে ধরি । পরবর্তীতে Google Pixel 5 এর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ।






