Apple এবার বাজারে নিয়ে আসছে iPhone SE 2020 অথবা iPhone 9

Apple এবার বাজারে নিয়ে আসছে iPhone SE 2020 অথবা iPhone 9 যা শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা গেছে যা দেখতে অনেকটা iPhone 8 এর মত । তাই ইতিমধ্যে ফোনটি নিয়ে ফাঁস হওয়া অনেক তথ্য ও গুজব শোনা যাচ্ছে। আমরা ফোনটি সম্পর্কে যেসব তথ্য পেয়েছি তার একটা বিবরণ দিচ্ছি। নতুন আইফোনটি নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর থেকে বর্তমানে এটি একটি আলোচিত বিষয় যে কবে ফোনটি বাজারে আসবে ।

Apple এবার বাজারে নিয়ে আসছে iPhone SE 2020 অথবা iPhone 9

এই বছরের শুরুর দিকে ধরেই নেওয়া হয়েছিল যে 2020 iPhone SE  মার্চ মাসের দিকে বিশেষত 31 মার্চ লঞ্চ করা হবে, তবে তা হয়নি । তারপরে এটি 2 এপ্রিল লঞ্চ হওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল তবে এটিও একটি ভুয়া খবর হিসাবে প্রমাণিত হয়েছে। যাইহোক করোনভাইরাস মহামারীর কারণে ফোনটি লঞ্চ হতে বিলম্বিত হয়েছিল। তবে সম্ভবত এটি 15 এপ্রিল লঞ্চ হবে বলে জানা যায়।

2020 iPhone SE এর ডিজাইনটি iPhone 8 এর মতোই হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটির ডিসপ্লের নিচে একটি টাচআইডি বাটন থাকবে যেমনটা iPhone 8 এ রয়েছে। আমরা আশা করছি যে 2020 iPhone SE এর ডিসপ্লের আকার ও রেজোলিউশন iPhone 8 এর মতোই হবে। iPhone 8 এবং 8s এর অফিসিয়াল টেকনিক্যাল স্পেসিফিকেশন পেইজ অনুসারে ডিভাইসটিতে (1334x750) পিক্সেল রেজোলিউশন এবং 326ppi সহ একটি 4.7-inch রেটিনা এইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে।

2020 iPhone SE তে Apple's A13 Bionic প্রসেসরটি ব্যবহার করা হবে যা iPhone 11, 11 Pro, এবং 11 Pro Max এ ব্যবহার করা হয়েছে। ক্যামেরার স্পেসিফিকেশন দিক থেকে স্মার্টফোনটির পিছনে একটি 12MP এর একক লেন্স ব্যবহার করা হবে । সামনের দিকেও একক সেন্সর বিশিষ্ট সেলফি ক্যাম থাকবে । তবে পোর্ট্রেট মোডের মতো বৈশিষ্ট্যগুলি সফ্টওয়্যারটির মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। অ্যাপল এখনও ফোনটির জন্য কত mAh ব্যাটারি  ব্যবহার করা হবে তা প্রকাশ করেনি তবে এটি ওয়ারলেস চার্জিং সাপোর্টেড ।

ওয়াই-ফাই বা সেলুলার ডেটা ব্যবহার করে স্ট্রিমিংয়ের সময় ডিভাইসটি কতক্ষণ চালাতে সক্ষম হবে তাও উল্লেখ করে না। ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রে iPhone XR এবং iPhone 11 কতটা ভাল তা বিবেচনা করেই আমরা 2020 iPhone SE এর পারফরম্যান্স আশা করি। ফোনটিতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে থাকবে তা হলো 64GB, 128GB, এবং 256GB । ফোনটি White, Black ও Red এই তিনটি কালারে পাওয়া যাবে। 2020 iPhone SE অ্যাপলের সবচেয়ে বাজেট ফোন হিসেবে বিবেচিত হয়েছে যা $399 (35000 টাকা) হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি ভালো লাগলে Like দিন, iPhone SE 2020 অথবা iPhone 9 সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে গুগল প্লে - স্টোর থেকে ডাউনলোড করে নিন  প্রযুক্তির আলো  অ্যাপসটি ।

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0