Huawai বাজারে নিয়ে এলো বড় পর্দার Smart TV
Huawai এবার বাজারে নিয়ে আসছে বড় পর্দার Smart TV। ইতিমধ্যে অনার স্মার্ট স্ক্রিন এবং হুয়াওয়ে স্মার্ট স্ক্রিনের মতো টিভিগুলি বাজারে এসেছে । অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে হুয়াওয়ে স্মার্ট স্ক্রিনের টিভিগুলি 65-inch এবং 75-inch এর মধ্যে ।

75-inch স্ক্রিন এর টিভিটি হুয়াওয়ের স্মার্ট স্ক্রিন টিভির সবচেয়ে বড় আকার। তাই হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন 75-inch এর চেয়ে বড় একটি স্ক্রিনের টিভি ঘোষণা করতে যাচ্ছে যার আকারটি প্রায় 98-inch হবে বলে ধারণা করা হচ্ছে । তবে দামটিও সস্তা হবে না বলে জানিয়েছেন সংস্থাটি ।
আমরা মনে করি আসন্ন হুয়াওয়ে টিভিটি Redmi Smart TV MAX 98-inch এর সাথে প্রতিযোগিতা করতে পারবে। টিভিটি একটি টেবিল টেনিসের টেবিলের আকারের সমান যা আরও ভালো মুভি দেখা এবং গেমিংয়ের অভিজ্ঞতা দিতে পারে।
আকারের বড় হওয়ার কারণে এই টিভিটি কেনার কাস্টমারদের জন্য একটি এক্সক্লুসিভ ভিআইপি ডেলিভারি সার্ভিস সরবরাহ করবে।
পোস্টটি ভালো লাগলে Like দিন, Lenovo Legion Gaming Smartphone সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে গুগল প্লে - স্টোর থেকে ডাউনলোড করে নিন প্রযুক্তির আলো অ্যাপসটি ।






