Realme বাজারে নিয়ে এলো Realme Narzo 10 এবং Realme Narzo 10A

Realme Narzo 10 এবং Realme Narzo 10A এ লঞ্চ গত দুইবার মহামারী জনিত কারণে পিছিয়ে দেওয়ার পর অবশেষে গতকাল এটি একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উন্মোচন করা হয়েছে। শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের জন্য Realme Narzo10 এবং Realme Narzo 10A লঞ্চ করা হবে যার নামকরণ Realme 6i এবং Realme C3 থেকে করা হয়েছে।

Realme বাজারে নিয়ে এলো Realme Narzo 10 এবং Realme Narzo 10A

তবে নতুন দুইটি মডেলই তিনটি ক্যামেরা সহ আলাদা ডিজাইনে পাওয়া যাবে। Realme Narzo 10 এই মডেলটিতে 6.5-inch HD+ রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । তাছাড়া ফোনটির অভ্যন্তরে Helio G80 এই চিপসেটটি এবং 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে । ফোনটির সামনে ওয়াটারড্রপ নচ ব্যবহার করা হয়েছে যেখানে একটি 16MP এর সেলফি শ্যুটার রয়েছে । পিছনে চারটি ক্যামেরা রয়েছে যার প্রধান সেন্সরটি 48MP। Realme Narzo 10 এর একটি মূল বৈশিষ্ট্য হল তার ব্যাটারি। ফোনটিতে 18W এর ফাস্ট চার্জিং ক্ষমতাসম্পন্ন একটি 5000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ।

আরও সাশ্রয়ী মূল্যের জন্য Realme Narzo10A তে ব্যবহার করা হয়েছে Helio G70 এর চিপসেটটি এবং 3GB RAM ও 32GB স্টোরেজ ।ডিসপ্লেটি Narzo 10 এর মতোই রয়েছে। তবে এটি পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা (12MP+2MP+2MP) এবং সামনে 5MP f/2.4cam রয়েছে । ব্যাটারিটি 5,000mAh এর তবে এটিতে 10W চার্জিং ক্ষমতাসম্পন্ন একটি microUSB পোর্ট ব্যবহার করা হয়েছে । কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে উভয় মডেলেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে Android 10 থাকবে।

হোয়াইট এবং গ্রিন কালারের সাথে Realme Narzo10,  18 মে থেকে ভারতের বাজারে 11,999 রুপি বা 13,350 টাকার বিক্রি শুরু হবে। Realme Narzo10A ব্লু এবং হোয়াইট কালারের সাথে 22 মে থেকে বিক্রি শুরু হবে যার বাজার মূল্য হবে 8,499 রুপি বা 9,500 টাকা। উভয় ডিভাইসটি Flipkart বা Realme এর নিজস্ব দোকানে পাওয়া যাবে। তবে বাংলাদেশে ফোনটি অফিসিয়াল ভাবে কবে নাগাত পাওয়া যাবে, সেই বিষয়ে কোন তথ্য এখনো পাওয়া যাই নি । 

পোস্টটি ভালো লাগলে Like দিন, SRealme Narzo 10 এবং Realme Narzo 10A  সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে গুগল প্লে - স্টোর থেকে ডাউনলোড করে নিন  প্রযুক্তির আলো  অ্যাপসটি ।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0