Samsung এবার বাজারে নিয়ে আসছে Samsung Galaxy Note 20
Samsung বাজারে নিয়ে আসছে Samsung Galaxy Note 20 । ফোনটি এই বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হবে বলে জানা গেছে । এক তথ্যের বিবরণে জানা যায় Galaxy Note 20 তে 16GB LPDDR5 এর RAM ও 512GB ইন্টার্নাল স্টোরেজ এবং 5000mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে ।

108MP wide angle camera এবং 100x Zoom ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে কিছুটা চিন্তা ছিল। তবে Galaxy S20 Ultra এর পুরো ক্যামেরা সেটআপটি Galaxy Note 20 তে ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন জনপ্রিয় কিছু মাধ্যম ।
স্যামসাং এবছর S20 কে তিনটি মডেলে এবং Note 10 কে দুইটি মডেলে বাজারে নিয়ে এসেছে তাই Note 20 এর নতুন মডেল Note 20 Ultra মডেলটির দরকার আছে কিনা তাই নিয়ে ধারণা করছে সংশ্লিষ্টরা। যদিও স্যামসাং Note 20 Ultra এর ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেননি তবে তারা S20 Ultra এর ক্যামেরা Note 20 তে ব্যবহার করবে বলে জানিয়েছেন।
পোস্টটি ভালো লাগলে Like দিন, Samsung Galaxy Note 20 সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে গুগল প্লে - স্টোর থেকে ডাউনলোড করে নিন প্রযুক্তির আলো অ্যাপসটি ।






