Xiaomi এবার তাদের নতুন ফোনে ব্যবহার করতে যাচ্ছে 144 মেগাপিক্সাল ক্যামেরা

Xiaomi প্রথম সংস্থা হিসেবে Redmi Note 7 এ 48MP ক্যামেরা ব্যবহার করে তারপর প্রথম 64MP ক্যামেরা ব্যবহার করে Redmi Note 8 Pro তে এবং তারপর সংস্থাটি 108MP এর ক্যামেরা ব্যবহার করে Mi CC9 Pro এবং Mi Note 10 এই দুই মডেলটিতে । এখন এটি প্রথম 144MP সেন্সর হিসেবে ব্যবহৃত হবে বলে জানা যায়।

Xiaomi এবার তাদের নতুন ফোনে ব্যবহার করতে যাচ্ছে 144 মেগাপিক্সাল ক্যামেরা

এই অধিক মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহারের জন্য শাওমির স্যামসাং এর সাথে অংশীদার রয়েছে যার কোরিয়ান নির্মাতারা সেন্সর সরবরাহ করে থাকে। পরবর্তী Mi ফোনে এই 144MP ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। তবে এটি ঠিক কোন স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে সেই বিষয়ে মোটামুটি কিছু তথ্য জানা যায়। এটি Mi CC 10 Pro বা Mi 10s Pro তে ব্যবহার হতে পারে। আগামীতে আমরা এই বিষয়ে আরও তথ্য জানতে পারবো।

পোস্টটি ভালো লাগলে Like দিন, পোস্টটি সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে গুগল প্লে - স্টোর থেকে ডাউনলোড করে নিন  প্রযুক্তির আলো  অ্যাপসটি ।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0