Nokia বাজারে আনতে Punch-hole ডিসপ্লের Nokia 6.2

MWC 2019-এ HMD Global তার high-end Nokia 9-এর প্রদর্শনী করেছে।এতে থাকছে Penta camera setup। সাশ্রয়ী মূল্যের Nokia 3.2 এবং Nokia 4.2 স্মার্টফোনও চলে এসেছে। গত কয়েক মাসে Nokia 6.2(Nokia 6 2019)-এর ব্যাপারে কথাবার্তা শোনা যাচ্ছিলো। এ বছর MWC-তে যদিও এটির প্রদর্শনী হয়নি, আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

Nokia বাজারে আনতে Punch-hole ডিসপ্লের Nokia 6.2

Nokia 6 হলো HMD Global-এর প্রথম স্মার্টফোন।গত বছর Nokia 6.1 এবং Nokia 6.1 Plus যোগ হয়েছিলো Nokia 6 series তালিকায়। Nokia 6.2 হতে যাচ্ছে Nokia 6.1 থেকেও বেশ আপগ্রেড। ফাঁস হওয়া তথ্য মতে Nokia 6.2 নিয়ে আসছে punch-hole display। Nokia 6.1 Plus-এর মতোই ডিভাইসটিতে বলিষ্ট ধাতব বডির বদলে থাকলে গ্লাস-ব্যাক বডি।

যেহেতু নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে ডিভাইসটির তথ্য আসছে না, সেহেতু অবলীলায় সব কিছু বিশ্বাস করার প্রয়োজন নেই। ডিভাইসের সামনের দিকে থাকছে 6.2-inch punch-hole display। আগের ডিভাইসগুলোর মতো এটিতে থাকছে Android One family, চলবে Android 9.0 Pie। ভেতরে থাকছে Qualcomm Snapdragon 632 Mobile Platform এবং4GB/6GB of RAM।


বডির পেছনের দিকে থাকছে 16M dual camera, যার থাকছে ZEISS optics।Front-facing ক্যামেরার মেগাপিক্সেল কতো হতে পারে, সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। ডিভাইসটি প্রথম ছাড় পাবে চীনের বাজারে, তার কিছু পরেই সারা বিশ্বে চলে আসবে।

পোস্টটি ভালো লাগলে Like দিন, ফোনটি সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে (প্রযুক্তির আলো.কম) এর সাথে থাকুন ।  

আরও পড়ুনঃ-  খুব শিঘ্রই Nokia বাজারে আনতে যাচ্ছে Nokia 8.1 Plus